বিবাহিত নারী

১৯০৮ সালের ৯ জানুয়ারি। ফ্রান্সে জন্মগ্রহণ করলেন এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব যাঁর পাণ্ডিত্যে, বৈদগ্ধ্যে, বিতর্কে বদলে গেল পৃথিবীর নারী-আন্দোলনের ইতিহাস। তিনি সিমোন দ্য বোভোয়ার। দার্শনিক সার্ত্রের আজীবন বন্ধু। ১৯৪৯ সালে প্রকাশিত হল তাঁর ভুবনবিখ্যাত বই ‘ল্য দোজিয়েম সেক্স’। অনেক প্রবন্ধের সংকলনগ্রন্থ এটি। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ‘বিবাহিত নারী’। এসকেসিউ-এর পাতায় এবার থেকে প্রতি দু-সপ্তাহ অন্তর ধারাবাহিকভাবে প্রকাশিত হবে সেই প্রবন্ধেরই বাংলা অনুবাদ। ফরাসি থেকে বাংলায়। আজ প্রথম পর্ব।

by চন্দন আঢ্য | 10 November, 2020 | 968 | Tags : Feminism Simone de Beauvoir Married Woman France

বিবাহিত নারী (তৃতীয় পর্ব)

বিয়ে করার পর মহিলারা সম্পূর্ণভাবে স্বামী-মুখাপেক্ষী হয়ে পড়েন। নিজেদের অতীত জীবনের শিকড় উপড়ে ফেলে স্বামীর জগতের সঙ্গে তাঁরা নিজেদের জুড়ে দেন। বিয়ের আগে মহিলারা থাকেন বাবা-দাদা বা দেবর-ভাসুরের অধীনে, আর বিয়ের পর স্বামীর নিয়ন্ত্রণে। সমাজের এই প্রেক্ষিতে মহিলারা তাই নিজেদের শরীরকেই মূলধন হিসাবে ব্যবহার করে থাকেন। (তৃতীয় পর্ব)

by চন্দন আঢ্য | 10 December, 2020 | 798 | Tags : Feminism Simone de Beauvoir Married Women France

বিবাহিত নারী (চতুর্থ পর্ব)

যুবতী মেয়েরা চেষ্টা করে যুবক ছেলেদের চেয়ে নিজেদের উৎকৃষ্ট দেখাতে। জীবনে থিতু হওয়ার জন্য তাদের জীবনে যে-পুরুষ প্রথমে আসে, তাকেই তারা বিবাহ করে। তারা সকলেই আশা করে বিয়ে করার এবং এর জন্য যা যা করা প্রয়োজন, তারা সেটাই করে। একজন যুবতী মেয়ের কাছে এটা অপমানের যদি কোনো পুরুষই তাকে পছন্দ না-করে। (চতুর্থ পর্ব)

by চন্দন আঢ্য | 31 December, 2020 | 602 | Tags : Simone de Beauvoir Feminism Married Women Social Oppression

বিবাহিত নারী (অষ্টম পর্ব)

স্বামীর কাছে বিবাহ বলতে ভালোবাসা পাওয়া বোঝায় না, বোঝায় প্রতারিত না-হওয়া। কোনোরকম ইতস্তত না করেই নারীর ওপর তিনি আরোপ করবেন নীতিহীন শাসনব্যবস্থা। সমস্তরকম সংস্কৃতি থেকে নারীকে বাদ দিয়ে স্বামীর সম্মানরক্ষার একমাত্র লক্ষ্যে তাঁকে বোকা বানিয়ে রাখবেন। এর পরেও কি একে প্রেম বলা চলে?

by চন্দন আঢ্য | 26 April, 2021 | 686 | Tags : Simone de Beauvoir The married Woman Balzac Love

বিবাহিত নারী (নবম পর্ব)

একটি খাঁটি নৈতিক ইরোটিক জীবনে বাসনা এবং সুখানুভব সম্পর্কে একটি স্বাধীন ধারণা রয়েছে। অথবা রয়েছে যৌনতার মধ্যে স্বাধীনতা অর্জনের করুণ সংগ্রাম। তবে এটা তখনই সম্ভব যখন ভালোবাসা বা বাসনার মধ্যে অন্যের একক স্বীকৃতি সম্পন্ন হয়। যৌনতা যখন আর স্বতন্ত্র ব্যক্তি দ্বারা বাঁচে না, কিন্তু ভগবান অথবা সমাজ সেই যৌনতাকে ন্যায়সংগত বলে দাবি করে, তখন স্বামী-স্ত্রীর সম্পর্ক আর পাশব সম্পর্কের অতিরিক্ত কিছু থাকে না।

by চন্দন আঢ্য | 17 June, 2021 | 660 | Tags : marriage women Simone de Beauvoir Feminism

বিবাহিত নারী (দ্বাদশ পর্ব)

রীতি-প্রথার ওপর নির্ভর করে গড়ে ওঠা যে-কোনো বৈবাহিক সম্পর্কেরই অনেকটা সুযোগ আছে প্রেম জন্মিয়ে তোলা—এই অজুহাত হল একটি ভণ্ডামি। এমনটা দাবি করাও অ্যাবসার্ড যে, সারা জীবন ধরে ব্যবহারিক, সামাজিক ও নৈতিক স্বার্থ দ্বারা সংযুক্ত স্বামী-স্ত্রী একে-অপরকে গোটা জীবন ধরে যৌন আনন্দ পরিতোষ করবেন।

by চন্দন আঢ্য | 11 August, 2021 | 540 | Tags : Simone de Beauvoir Married Women Eroticism France feminism

বিবাহিত নারী (ষষ্ঠদশ পর্ব)

একটি ছোট্ট মেয়ে আনন্দ পায় রুপোর পাত্রকে ঘষে-মেজে চকচক করিয়ে, দরজার হাতল পালিশ করে। কিন্তু এই সব কাজের মধ্যে ইতিবাচক সন্তুষ্টি একজন মহিলাকে পেতে হলে তাঁকে অভ্যন্তরের যত্ন নেওয়ার জন্য নিজেকে নিবেদিত করতে হবে যা তাঁর গর্বের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দরিদ্র শ্বেতাঙ্গদের’ মধ্যে বেশ কয়েক মাস বসবাসকারী একজন মার্কিন প্রতিবেদক এই মহিলাদের মধ্যে একজনের করুণ ভাগ্য বর্ণনা করেছেন যিনি তাঁর বস্তি-ঘরকে বাসযোগ্য করে তোলার জন্য নিরর্থক প্রভূত পরিশ্রম করে চলেছেন।

by চন্দন আঢ্য | 29 October, 2021 | 454 | Tags : marriage women Simone de Beauvoir Feminism

বিবাহিত নারী (সপ্তদশ পর্ব)

আমরা প্রায়শই বলেছি প্রদেশের সেই সব বুর্জোয়া মহিলাদের কথা যাঁরা হাতে সাদা দস্তানা পরে থাকেন এটা নিশ্চিত করার জন্য যে, আসবাবের ওপর কোনো অদৃশ্য ধুলোও পড়ে নেই। এইরকম প্রজাতির মহিলাদেরই কয়েক বছর আগে পাপিন বোনেরা মেরে ফেলেছিল। অপরিচ্ছন্নতার প্রতি তাঁদের ঘৃণাকে আলাদা করা যায় না বাড়ির পরিচারকদের প্রতি, পৃথিবীর প্রতি এবং নিজেদের প্রতি তাঁদের ঘৃণার স্বরূপ থেকে।

by চন্দন আঢ্য | 10 November, 2021 | 566 | Tags : Feminism Married Woman simone de beauvoir patriarchy

মা (প্রথম কিস্তি)

এমন সামান্য কয়েকটি বিষয় আছে যেখানে বুর্জোয়া সমাজ আরও বেশি করে ভণ্ডামি প্রকাশ করে। যেমন গর্ভপাত হল একটি ঘৃণ্য অপরাধ, স্পষ্ট করে যার উল্লেখ পর্যন্ত অশোভন। একজন গর্ভবতী মহিলার আনন্দ ও যন্ত্রণার বর্ণনা যখন একজন পুরুষ লেখক করেন, তখন তা যথাযথ। যেই তিনি তেমন একজন মহিলার বিষয়ে কথা বলেন যিনি গর্ভপাত করিয়েছেন, তখন তাকে দোষারোপ করা হয় জঞ্জাল ঘাঁটা এবং ঘৃণ্য আলোয় মানবতাকে বর্ণনা করার জন্য। ফ্রান্সে তবুও প্রতি বছরে যত সন্তানের জন্ম হয়, তত সংখ্যকই গর্ভপাত হয়।

by চন্দন আঢ্য | 30 December, 2022 | 316 | Tags : Feminism The mother Simone de Beauvoir

মা (দ্বিতীয় কিস্তি)

আইনগত গর্ভপাতের বিরুদ্ধে আহূত বাস্তব কারণগুলির কোনো ওজনই নেই। নৈতিক যুক্তির দিক দিয়ে সেগুলি পুরোনো ক্যাথলিক তর্ক-বিতর্কের মধ্যেই নিজেকে নামিয়ে এনেছে। অর্থাৎ, ভ্রূণের একটি আত্মা রয়েছে। ব্যাপ্টিজিমের আগে সেই আত্মাকে শেষ করে দেওয়ার অর্থ তাকে স্বর্গের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা। এটাও আবার লক্ষ করার বিষয় যে, গির্জাও কখনো-সখনো প্রাপ্তবয়স্ক পুরুষদের হত্যার অনুমোদন দেয়। যেমন যুদ্ধে অথবা মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তদের বিষয়ে। ভ্রূণের জন্য চার্চ অবশ্য একটি আপসহীন মানবিকতা রক্ষা করে চলেছে।

by চন্দন আঢ্য | 18 January, 2023 | 472 | Tags : Feminism The mother Simone de Beauvoir series two

মা (পঞ্চম কিস্তি )

গর্ভপাতের বিষয়টিকে হালকাভাবে নেওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে দেখা যায়। গর্ভপাতের বিষয়টিকে পুরুষরা সেই সব অসংখ্য দুর্ঘটনার মধ্যে একটি হিসাবে বিবেচনা করেন যেগুলির জন্য প্রকৃতির কূটকৌশল কেবল নারীদেরই বাধ্য করে এই ঝামেলা পোহানোর জন্য। নারীরা এমন এক সময়ে নারীত্বের গুরুত্ব, নিজেদের মূল্যবোধকে অস্বীকার করে বসেন যখন পুরুষের নীতিশাস্ত্র এই নারীত্বের গুরুত্ব বা নারীদের মূল্যবোধের সঙ্গে সবচেয়ে উগ্র উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করে। একজন নারীর গোটা নৈতিক ভবিষ্যৎ-ই এর ফলে কেঁপে ওঠে।

by চন্দন আঢ্য | 29 May, 2023 | 188 | Tags : feminism The mother series five Simone de Beauvoir

মা (ষষ্ঠ কিস্তি)

আমরা দেখেছি, শৈশব ও কৈশোরেই, একজন নারী মাতৃত্ব সম্বন্ধীয় বিভিন্ন পর্যায় অতিক্রম করেন। যখন তিনি এক্কেবারে ছোট্ট একটি শিশু, তখন মাতৃত্ব একটি অলৌকিক ঘটনা এবং একটি খেলা : পুতুলের মধ্যে তিনি দেখেন এবং ভবিষ্যতের সন্তানের মধ্যে তিনি অনুভব করেন অধিকার এবং আধিপত্যের একটি বস্তু। বিপরীতে, কিশোরী হিসাবে সেই মহিলাই আবার সেখানে দেখতে পাবেন তাঁর মূল্যবান ব্যক্তিত্বের বিশুদ্ধতার বিরুদ্ধে হুমকি। 

by চন্দন আঢ্য | 08 June, 2023 | 251 | Tags : Simone de Beauvoir The mother Feminism

মা (সপ্তম কিস্তি)

‘জন্মনিয়ন্ত্রণ’ এবং আইনত গর্ভপাত নারীদের সুযোগ দেয় স্বাধীনভাবে মাতৃত্ব গ্রহণে। প্রকৃতপক্ষে, অংশত এটি একটি স্বেচ্ছাপ্রণোদিত ইচ্ছা এবং অংশত একটি সুযোগ -- যা নির্ধারণ করে দেয় মহিলাদের উর্বরতা। যতদিন পর্যন্ত কৃত্রিমভাবে গর্ভধারণের ব্যাপক প্রচলন না-হয়, ততদিন পর্যন্ত মাতৃত্বের ইচ্ছা থাকা সত্ত্বেও একজন নারী তা নাও পেতে পারেন।

by চন্দন আঢ্য | 28 June, 2023 | 189 | Tags : Simone de Beauvoir Feminism The Mother series seven